মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৩১ ডিসেম্বর ২০১২, ২:০০ পূর্বাহ্ন
শেয়ার

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পৌষ পিঠা মেলা


ডেস্ক রিপোর্টঃ সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেশি পিঠা নিয়ে অনুষ্টিত হলো পৌষ পিঠা মেলা। কোরিয়ার প্রচন্ড শীতকে উপেক্ষা করে এই মেলা আয়োজন ছিল চোখে পড়ার মত। সীমিত পরিসরে এই মেলায় ২২ ধরনের দেশি পিঠার প্রদর্শনী এবং পরিবেশন করা হয়। বিদেশের মাটিতে দেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই ধরনের মেলা নিয়মিত এবং বড় পরিসরে হওয়া উচিত বলে জানালেন মেলায় অংশ নেওয়া সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সোবহান। তিনি বলেন, এই মেলায় এসে মনে হয়নি আমি বিদেশে আছি। এত বেশি দেশী পিঠার স্বাদ দেশের মাটিতেও একসাথে পাওয়া দুস্কর বলেও জানালেন তিনি।
সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশী গবেষক, ছাত্রছাত্রীদের আয়োজনে এই মেলায় পিঠা পরিবেশন শেষে আকর্ষনীয় গেমস এবং র‍্যাফল ড্র’র আয়োজন করা হয়। পুরো অনুষ্টানটি পরিচালনা করেন সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র প্রবীর দাস এবং  জান্নাতুল ফেরদাউস।