Search
Close this search box.
Search
Close this search box.

কম্বল মুড়ি দিয়ে মাঠে

maxico

বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বেলারুশের মাঠে যায় মেক্সিকো। ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারের পর টানা ৫ ম্যাচ জিতেছে দলটি।

chardike-ad

কিন্তু বুধবার ১০৬ নম্বর র‌্যাংকিংয়ে থাকা বেলারুশের সঙ্গে পেরে ওঠেনি গুইলের্মো ওচোয়ারা। তবে মেক্সিকোর খেলোয়াড়দেরকে বেলারুশ ছাড়াও শীতের সঙ্গে লড়াই করতে হয়েছে। বলতে গেলে শীতই তাদের হারের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে।

মেক্সিকোতে বর্তমানে তাপমাত্রা ২৩ ডিগ্রির উপরে। আর বেলারুশে রাতের তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায়। ফলে বেলারুশের বিপক্ষে খেলতে গিয়ে বেশ বিপত্তিতে পড়েন মেক্সিকানরা। শীতের প্রকোপ সহ্য করতে না পেরে এক সময় মেক্সিকোর কোচ, কর্মকর্তা ও অন্যান্য খেলোয়াড়া কম্বলের আশ্রয় নেয়। তাদের দেখা যায় কম্বল মুড়ি দিয়ে ডাগ আউটে বসে থাকতে।

তাদের দেখে বোঝার উপায় নেই যে তারা মেক্সিকো দল নাকি শরনার্থী শিবিরের শীতার্ত কোনো উদবাস্তু।