Search
Close this search box.
Search
Close this search box.

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

Bangladesh-Cricket-team

বাংলাদেশ-জিম্বাবুয়ের ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ শুক্রবার। দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ১ম ম্যাচটি। আগামী ২৩ নভেম্বর ২য় ম্যাচটিও হবে এই মাঠে।

chardike-ad

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। এর ঠিক পরের অবস্থানেই আছে জিম্বাবুয়ে। ২ দলের রেটিং পয়েন্ট ব্যবধান মাত্র ১১।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেলে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমবে বাংলাদেশ ক্রিকেটে দলের।

৫-০ ব্যবধানে জয় পেলে জিম্বাবুয়ের চেয়ে ২২ পয়েন্টে এগিয়ে যাবে বাংলাদেশ। ৪-১ ব্যবধানে জিতলে স্বাগতিকরা এগিয়ে থাকবে ১৭ পয়েন্টে। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলে জিম্বাবুয়ের সঙ্গে ব্যবধান নেমে আসবে ৯-এ।

অন্যদিকে, ৫-০ ব্যবধানে সিরিজ হারলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে পিছিয়ে যাবে মাশরাফির দল। সেক্ষেত্রে ৯ পয়েন্টে এগিয়ে থেকে ৯ নম্বরে উঠে যাবে জিম্বাবুয়ে। ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে ২ দলেরই পয়েন্ট হবে ৬৩। তবে শতাংশ ব্যবধানে এগিয়ে থাকায় ৯ নম্বরে থাকবে বাংলাদেশ। ৩-২ ব্যবধানে সিরিজ বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্ট পেছনে থাকবে জিম্বাবুয়ে।

৬৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন ৯ নম্বরে আছে বাংলাদেশ। ৭ ও ৮ নম্বরে থাকা নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৯৬। ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ৫৮।

২০১৭ সালে ইংল্যান্ডে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই প্রতিযোগিতায় কোনো বাছাই পর্ব নেই। সরাসরি খেলবে ওয়ানডের সেরা ৮টি দল।

২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে অন্তত ৮ নম্বরে থাকতে হবে বাংলাদেশকে। কারণ র‌্যাঙ্কিংয়ের সেরা ৮টি দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে।

৯ ও ১০ নম্বরে থাকা টেস্ট মর্যাদার দেশ ২টি সহযোগী সদস্যগুলোর সঙ্গে বাছাই পর্বে খেলবে। ২০১৮ সালে বাংলাদেশেই হবে বাছাই পর্ব। নিজেদের মাটিতে সেই প্রতিযোগিতা এড়াতে চাইলে ওয়ানডেতে উন্নতি করতেই হবে বাংলাদেশকে।

আজকের ওয়ানডেতে জয় পেলে এটি হবে চলতি বছরে বাংলাদেশের ১ম ওয়ান ম্যাচ জয়। এই সিরিজে অধিনায়কের দায়িত্বে আছেন মাশরাফি বিন মুর্তজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, এনামুল হক, ইমরুল কায়েস, মুমিনুল হক, আরাফাত সানি, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, জুবায়ের হোসেন।

জিম্বাবুয়ে স্কোয়াড: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), চ্যাকাব্বা, চ্যাতারা, আর্ভিন, ক্যামুনগুজি, মাসাকাদজা, মুতুমবামি, নিয়াম্বু, পানিয়াঙ্গারা, সিবান্দা, সিকান্দার রাজা, টেইলর, নাটসাই মুশাংওয়ে, ওয়েলার।

 

খেলাটি সরাসরি দেখুন এখান থেকেঃ  http://www.banglatelegraph.com/2014/10/লাইভ-টিভি-2/