Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের ১৩ ধাপ উন্নতি

fifaআন্তর্জাতিক ফুটবলের অভিভাবক ফিফা সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৩ ধাপ উন্নতি হয়েছে। আগে বাংলাদেশ ছিল ১৭৬তম স্থানে। বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে ১৬৩ তে।

এদিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রথম ছয়টি স্থানের কোনো পরিবর্তন হয়নি। জার্মানির পরে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ব্রাজিল। পর্তুগালের একধাপ উন্নতি হয়েছে। তারা উঠে এসেছে সপ্তম স্থানে। সমসংখ্যক পয়েন্ট নিয়ে ফ্রান্সও রয়েছে পর্তুগালের সঙ্গে। স্পেনের একধাপ উন্নতি হওয়ায় তারা অবস্থান করছে ৯ এ। আর উরুগুয়ের অবণতি হওয়ায় তাদের অবস্থান ১০ নম্বরে।

chardike-ad

বাংলাদেশের ১৩ ধাপ উন্নতি হলেও ভারতের ১১ ধাপ অবনতি হয়েছে। পাকিস্তান একধাপ পিছিয়েছে। শ্রীলঙ্কার ৫ ধাপ উন্নতি হয়েছে।