Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের প্রথম কম্পিউটার !

old-computerঅবাক হবেন না,এমনটাই সত্যি বলে দাবি করেছেন আর্জেন্টিনীয় বৈজ্ঞানিকরা। সম্প্রতি বৈজ্ঞানিকদের দলটি একটি ক্যালেন্ডার খুঁজে পেয়েছেন।

২০৫ খ্রীষ্টপূর্বের ১২ মে পৃথিবীর বুকে একটি পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ হয়। ক্যালেন্ডারে সেই গ্রহণের উল্লেখ রয়েছে। বৈজ্ঞানিকদের অনুমান সেই ক্যালেন্ডারটি তৈরি করা হয়েছিল ‘কম্পিউটারাইজড মেকানিক্স’ ব্যবহার করে।

chardike-ad

ব্যাবিলনীয় যুগের পাটিগণিতের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এর জটিল গাণিতিক হিসেব। এর আগে বৈজ্ঞানিকরা রেডিওকার্বন বিশ্লেষন করে আঁচ পেয়েছিলেন, বিশ্বের প্রথম কম্পিউটার সম্ভবত খ্রীষ্টের জন্মের ১০০ বছর আগে তৈরি হয়েছিল। কিন্তু নয়া আবিষ্কারের ফলে কম্পিউটারের বয়স বেড়ে গেল আরও একশো বছর।