Search
Close this search box.
Search
Close this search box.

লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন

latif-siddikiমন্ত্রিপরিষদ থেকে বহিষ্কৃত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পক্ষে জামিনের আবেদন করা হয়েছে।

রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে জামিন ও অভিযোগ গঠনের সময় চেয়ে দুইটি আবেদন করা হয়।

chardike-ad

এ সময় আসামি পক্ষে আইনজীবী ব্যারিস্টার যতিময় বড়ুয়া, অ্যাডভোকেট বেলায়েত হোসেন ও সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে সেখানকার টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে মহানবী, হজ ও তাবলিগ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন লতিফ সিদ্দিকী।

এতে ধর্মীয় অনভূতিতে আঘাত হানায় মন্ত্রিসভা ও আওয়ামী লীগের দলীয় সদস্য পদ থেকে বাদ পড়েন তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা হয়। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। পরে তিনি নিজেই আত্মসমর্পণ করেন।