Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে ইপিএস আইন ও ভিসা পরিবর্তন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

eps-revised

আজ রবিবার ইপিএস কর্মীদের জন্য ইপিএস আইন ও ই -৭ ভিসা পরিবর্তনের নিয়মাবলী নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সিউল অভিবাসন কেন্দ্র ও T2 ট্রাভেলস এর উদ্যোগে সিউলের ‘উরি হামকে’ ভবনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভার প্রাথমিক আলোচক ছিলেন T2 ট্রাভেলস এর সিইও কিম টিটু এবং প্রধান আলোচক ছিলেন ইলসান জব সেন্টারের অফিসার হ গিয়ং জু।

chardike-ad

আলোচনা সভায় কোম্পানি পরিবর্তনের নিয়ম, জব সেন্টারে চাকুরী খোঁজা ও অভিযোগের নিয়মাবলী, স্পেশাল সিবিটির নিয়মাবলী, ই ৭ ভিসায় পরিবর্তনের নিয়মাবলী ও অন্যান্য বিষয়সমুহ নিয়ে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানের কোরিয়ান ভাষার অনুবাদক হিসেবে ছিলেন সোহেল রানা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এলান খান চৌধুরী।