Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ায় গুগল প্রধান নির্বাহী

অনলাইন প্রতিবেদক, ১৩ জানুয়ারী ২০১৩, সিউলঃ

পিয়ংইয়ংএ গুগলের প্রধান নির্বাহী এবং  নিউ মেক্সিকোর সাবেক গভর্ণর

গুগল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক স্মিড এবং  যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সাবেক গভর্নর বিল রিচার্ডসন  ৯ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে উত্তর কোরিয়া সফর সম্পন্ন করেছেন। সেখানে তাঁরা আটক এক কোরিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিকের মুক্তির ব্যাপারে তৎপরতা চালিয়েছেন বলে জানা গেছে। তবে গত ১২ই ডিসেম্বর উত্তর কোরিয়ার ২য় ক্ষেপণাস্ত্র হামলার পর যখন তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন পিয়ংইয়ং-এ এ ধরনের উচ্চ পর্যায়ের সফরের কড়া সমালোচনা করেছে  যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বর্তমানে উত্তর কোরিয়ার সাথে কোন কূটনৈতিক সম্পর্ক রাখছে না এবং নির্বাসিত দেশটি এখন আমেরিকার মিত্রশক্তি দক্ষিণ কোরিয়ার সাথে কৌশলগত যুদ্ধাবস্থানে রয়েছে।প্রতিনিধি দলের প্রধান জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত বিল রিচার্ডসন ইতিপূর্বেও আটক মার্কিন নাগরিকদের মুক্তির ব্যাপারে আলোচনা করতে উত্তর কোরিয়া সফর করলেও এবার গুগলের প্রধান নির্বাহীর অন্তর্ভুক্তির বিষয়টি ঠিক স্পষ্ট নয়। যদিও গুগল বলছে এটি নিতান্তই একটি ব্যক্তিগত সফর। বিল রিচার্ডসনও একে “আটক কেনেথ বে’র পরিবারের অনুরোধে একটি মানবিক সফর” বলে অভিহিত করেছেন। তবে এরিক স্মিড এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হন নি।

chardike-ad

গণমাধ্যম কর্মী ও বিশেষজ্ঞরা বলছেন ২০১১ সালে উত্তর কোরিয়া সরকারের প্রতিনিধি দলের গুগল কার্যালয় পরিদর্শনের পর এ সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে যা যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির তরফে গোপন করা হচ্ছে। উল্লেখ্য, অনলাইন ব্যবস্থায় বর্তমানে কঠোর নীতিমালা অনুসরণ করছে উত্তর কোরিয়া।