Search
Close this search box.
Search
Close this search box.

১০ দিন পর স্টেডিয়ামে রুবেল

Rubel-Hossain

প্রায় ১০ দিন পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এসেছেন পেসার রুবেল হোসেন। উদ্দেশ্য ফিটনেস ধরে রাখার জন্য অনুশীলন চালিয়ে যাওয়া। প্রায় ঘণ্টাখানেক জিম করে সময় কাটিয়েছেন তিনি। প্রথমে মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি না হলেও শেষ পর্যন্ত হ্যাপি ইস্যু ছাড়া অন্য প্রসঙ্গে কথা বলতে রাজি হয়েছেন খুলনার এই ক্রিকেটার। তারপরও সংবাদ মাধ্যমে হ্যাপির সঙ্গে প্রেমের সম্পর্ক প্রসঙ্গে দু’-একটি প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে গেছেন।

chardike-ad

কতটুকু আত্মবিশ্বাসী বিশ্বকাপের মূল একাদশে থাকার ব্যাপারে এ প্রশ্নে রুবেল বলেছেন, ‘আমি আশা করি, দলে থাকতে পারব। জিম্বাবুয়ে সিরিজে মোটামুটি ভালই পারফরম্যান্স হয়েছে। প্রিমিয়ার লিগে বেশ কিছু ম্যাচে খেলেছি। সেখানেও বেশ ভাল বল হয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে নির্বাচকদের ওপর। আমি চেষ্টা করব সুপার লিগে ভাল কিছু করার, যাতে করে দলে জায়গাটা পাকাপোক্ত করতে পারি। বিশ্বকাপ খেলা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। আমিও সেই স্বপ্ন দেখছি।’

নিজের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেট বাউন্সি। সেখানে পেসারদের ভূমিকা বেশি থাকবে। আমার বিশ্বাস সেভাবেই প্রস্তুতি নিতে পারব। আগামী মাসে ক্যাম্প শুরু হবে সেখানে আমার প্রস্তুতি যেমনটা হওয়ার দরকার, তেমটাই হবে।’

 

সূত্রঃ ঢাকা প্রতিদিন