Search
Close this search box.
Search
Close this search box.

বিজ্ঞান-প্রযুক্তি খাতে গবেষণায় কোরিয়ার বড় বাজেট

অনলাইন প্রতিবেদক, ১৩ জানুয়ারী ২০১৩, সিউলঃ
বিজ্ঞান-প্রযুক্তি খাতে গবেষণা ও উন্নয়নে এ বছর ২.২ ট্রিলিয়ন উওন বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া সরকার। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সোমবার জানায় শুধুমাত্র মৌলিক গবেষণার জন্যই দেয়া হবে ৯৯৩ বিলয়ন উওন যা গত বছরের তুলনায় ১৯ শতাংশ বেশী। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৯ বিলিয়ন উওন বরাদ্ধ থাকছে কোর প্রযুক্তির উন্নয়নে। মন্ত্রণালয় আরও জানায় নিউক্লীয় শক্তি বিষয়ক গবেষণায় ২০০ বিলিয়ন উওন বিনিয়োগের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এছাড়া স্পেস টেকনোলোজিতে ১৬৭ বিলিয়ন এবং বিজ্ঞান-প্রযুক্তির বিশ্বায়নে ৯৩.৫ বিলিয়ন উওন ব্যয় করা হবে। 

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কাজ আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে পেশাদারী নিয়োগ বাড়ানোর কথা ভাবছে সরকার। সংশ্লিষ্ট ক্ষেত্রে এ বছর ব্যয় ধরা হয়েছে ২২.৫ বিলিয়ন উওন যা ২০১২ সালের থেকে সাড়ে চার শতাংশ বেশি হবে।

chardike-ad

মহাকাশ গবেষণায় এ বছর বরাদ্ধ পঞ্চাশ শতাংশ বাড়িয়ে ক্ষেপণাস্ত্র উন্নয়ন, বিভিন্ন ধরনের উপগ্রহ ও ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের বিষয়ে জোর দেয়া হবে বলে মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়।