Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার মাথাপিছু আয় ২৮ হাজার মার্কিন ডলার

বিদায়ী বছরে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় ২৮ হাজার মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে আশা করা হচ্ছে। সোমবার প্রকাশিত হুন্দাই রিসার্চ ইন্সটিটিউটের (এইচআরআই) এক গবেষণা প্রতিবেদনে এ দাবী করা হয়। পৃথক এক গবেষণায় অনুরূপ আশাবাদ ব্যক্ত করেছে এলজি ইকোনমিক রিসার্চ ইন্সটিটিউট। মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বে কোরিয়ার বর্তমান অবস্থান ২৫তম।

এইচআরআইয়ের ভাষ্য সঠিক হলে কোরিয়ার মাথাপিছু আয় এক বছরে ১৮শ’ মার্কিন ডলার বা ৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বলা হচ্ছে, ডলারের বিপরীতে কোরিয়ান উওনের মূল্যবৃদ্ধিই এর প্রধান কারন। আগের বছরের তুলনায় প্রতি ডলারের মূল্য ৪০ উওন কমে গেছে।

chardike-ad

এইচআরআইয়ের একজন জ্যেষ্ঠ গবেষক বলছেন ২০০০ সালের পর থেকে কেবলমাত্র বিশ্ব অর্থনৈতিক মন্দার বছরগুলো বাদে প্রায় প্রতি বছরই কোরিয়ার মাথাপিছু আয় ২ হাজার মার্কিন ডলার করে বৃদ্ধি পেয়েছে।

এছাড়া কোরিয়ার মাথাপিছু মোট দেশজ উৎপাদন বিদায়ী বছরের শেষ নাগাদ ২৮ হাজার ৭৩৮ ডলার রয়েছে যানতুন বছরে ৩০ হাজার ইউএসডি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সরকারিভাবে মাথাপিছু আয়ের তথ্য আগামী মার্চে প্রকাশ করার কথা রয়েছে।