Search
Close this search box.
Search
Close this search box.

ওমানকে হারালো দক্ষিণ কোরিয়া

korea omanএশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৫’র দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে দ. কোরিয়া। অস্ট্রেলিয়ার ক্যানবেরা স্টেডিয়ামে ১-০ গোলে ওমানকে হারিয়েছে দ. কোরিয়া।

কোরিয়া রিপাবলিকের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ং চিউল চো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলটি করেন ২৫ বছর বয়সী এ স্ট্রাইকার। ম্যাচের বাকি সময়ে ওমান গোল শোধ করতে না পারলে ১-০ গোলের ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

chardike-ad

‍এর আগে শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়া-কুয়েত ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় এশিয়ার বিশ্বকাপ খ্যাত ‘এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট’। ১৬তম এশিয়ান কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ৪-১ গোলে হারায় কুয়েতকে।

মেলবোর্ন, নিউক্যাসল, ক্যানবেরা, সিডনী ও ব্রিসবেন  অস্ট্রেলিয়ার এ পাঁচটি ভেন্যুতে মহাদেশের শীর্ষ ১৬টি দল নিয়ে শুরু হয়েছে এশিয়া কাপের ১৬তম আসরটি। ২৩ দিন ব্যাপী এশিয়ান ফুটবলের আসরটি শেষ হবে ৩১ জানুয়ারি। সিডনিতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।

গত বারের রানার্স-আপ অস্ট্রেলিয়া ছাড়াও অংশগ্রহণকারী বাকি দলগুলো হলো বর্তমান চ্যাম্পিয়ন জাপান, কুয়েত, ইরান, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ইরাক, বাহারাইন, কাতার, উত্তর কোরিয়া ও প্যালেস্টাইন।