Search
Close this search box.
Search
Close this search box.

ক্রীড়ামন্ত্রী হতে যাচ্ছেন রানাতুঙ্গা

RANATUNGAশ্রীলংকার নতুন সরকারের ক্রীড়ামন্ত্রী হতে যাচ্ছেন শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খুব শিগগির শপথ নেবেন নতুন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। তবে রানাতুঙ্গার মন্ত্রী হওয়ার বিষয়টি পুরোপুরিই নিশ্চিত। শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে সবসময়ই সিরিসেনার পাশে ছিলেন সাবেক এ লংকান অধিনায়ক। নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নির্বাচনী প্রচারণার শেষ দিনগুলোয় নিয়মিতভাবে লংকান নতুন প্রেসিডেন্টের সঙ্গে এক মঞ্চে দেখা গেছে রানাতুঙ্গাকে। গত শুক্রবার কলম্বোর ঐতিহ্যবহুল ইন্ডিপেনডেন্স স্কয়ারে প্রেসিডেন্ট সিরিসেনা ও প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের সঙ্গে ছিলেন রানাতুঙ্গাও।

শ্রীলংকার রাজনীতিতে বিক্রমাসিংহের খুবই ঘনিষ্ট হিসেবে বিবেচিত সাবেক এ লংকান অধিনায়ক। রানাতুঙ্গা যে মন্ত্রী হচ্ছেন, এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানায় সেদেশের মিডিয়া। আগের প্রেসিডেন্ট রাজাপাকসের মন্ত্রিসভা ছিল বিশাল। সর্বশেষ ওই মন্ত্রিসভায় সদস্য ছিলেন ৬৭ জন। এবার সংখ্যা অর্ধেকে নেমে আসবে বলে এমন ইঙ্গিত দিয়েছেন বিক্রমাসিংহে। ইন্টারনেট

chardike-ad