Search
Close this search box.
Search
Close this search box.

রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের

usa riazবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি করে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতি অবিলম্বে দোষীদের গ্রেফতার করারও দাবি জানানো হয়।

chardike-ad

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘এরকম ভয়ানক ও কাপুরুষোচিত হামলার কোনো যুক্তি নেই। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এরকম সহিংসতার নিন্দা জানাই। এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।  আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।  জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক অভিব্যক্তি ও অধিকার যাতে সংরক্ষণ থাকে তা নিশ্চিত করার জন্য সরকারে প্রতি আহবান জানাচ্ছি।’

এছাড়ও বিবৃতিতে রিয়াজ রহমানের দ্রুত স্স্থুতা কামনা করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর তিনি গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। এরপর তাকে বহনকারী প্রাইভেটকারটিতে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। তিনি কোমরে একটি ও উরুতে তিনটি গুলিবিদ্ধ হন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।