Search
Close this search box.
Search
Close this search box.

পর্তুগালের শতাব্দী সেরা রোনালদো

ronaldoএবার বলতে বাধা নেই যে, ফুটবলের সঙ্গে মধুচন্দ্রিমা চলছে ক্রিস্টিয়ানো রোনালদোর! সোমবার জিতে নেন ক্যারিয়ারের তৃতীয় ফিফা বর্ষসেরার ট্রফি। একদিন পরই অর্থাৎ, বুধবার রোনালদোর মুকুটে আরো একটি সফলতার পালক সংযোজিত হলো। ফুটবল ফেডারেশনের শতবর্ষপূর্তি উপলক্ষে লিসবন থেকে ১০ কিলোমিটার দূরে এস্ত্রোইল ক্যাসিনোতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে পর্তুগাল। শতাব্দী সেরা ফুটবলার নির্বাচনের জন্য ভোটাভুটির আয়োজন করে দেশটির ফুটবল ফেডারেশন। ইউসোবিও এবং লুই ফিগোর মতো কিংবদন্তিদের পেছনে ফেলে রোনালদোর গলায়ই ওঠে পর্তুগালের শতাব্দী সেরা ফুটবলারের বিজয়মাল্য।

এ বছর ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে মোট ৬১ গোল করেন রোনালদো। ২০০৮ ও ২০১৩ সালের পর আবারো জিতে নিলেন ফিফা ব্যালন ডি’অর। এত দিন ইউসোবিওকে বিবেচনা করা হতো পর্তুগিজ ফুটবলের শ্রেষ্ঠ প্রতিভা হিসেবে। রোনালদো শতাব্দী সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার থেকে হয়তো ‘ব্ল্যাক পার্ল’খ্যাত ইউসোবিওর শ্রেষ্ঠত্বের সিংহাসনটা ভাগাভাগি হবে। এএফপি

chardike-ad