Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশে কৌশলেই বেরোচ্ছে সমকামীদের পত্রিকা

Rupban

বাংলাদেশে কৌশলে বেরোচ্ছে সমকামী এবং হিজড়া সম্প্রদায় সম্পর্কিত প্রথম ম্যাগাজিন ‘রূপবান’।

chardike-ad

পত্রিকার প্রকাশকরা বলছেন, এ ধরনের পত্রিকা প্রকাশ করতে তাদের কৌশলী হতে হয় এবং খানিকটা চাপের মধ্যে কাজ করতে হয়। বাংলাদেশের রক্ষণশীল সমাজে সমপ্রেম নিয়ে পত্রিকা বের করতে গ্রহণযোগ্যতার বিষয়েও তাদের বেশ বেগ পেতে হয়।

২০১৪ সালের আজকের দিনে প্রথমবারের মতো ‘রূপবান’ পত্রিকাটি প্রকাশিত হয়। আজ রূপবানের একবছর পূর্তি। রূপবানের সম্পাদকীয় বোর্ডের সদস্য জুলহাজ মান্নান বলেছেন, এ ধরনের পত্রিকা প্রকাশে সমস্যায় পড়তে হয় তাদের।

তার মতে, ‘রূপবান’ সমকাম নয় বরং সমপ্রেমে বিশ্বাসী মানুষের ভালোবাসার অধিকারের বিষয়টি তুলে ধরতে চায়। সমপ্রেমে বিশ্বাস করে এমন মানুষদের জীবনধারা, ভালোলাগা ও দুঃখ কষ্টের বিষয়টি তুলে ধরে ‘রূপবান’।

মান্নান সংবাদ সংস্থা বিবিসি বাংলাকে বলেছেন, ‘বাংলাদেশে সমকামীরা অদৃশ্য জীবনযাপন করে কিন্তু আমরা জানাতে চাই যে এই সমাজেই আমরা আছি এবং আমরা আপনাদের পরিবারেরই সদস্য।’

রূপবানের সঙ্গে জড়িতরা বলছেন, তারা সমকামী মানুষ ও হিজড়াদের অধিকার এবং মানবাধিকার নিয়ে কাজ করছেন।