ASAD KAMALহরতাল-অবরোধে নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘সহিংসতাকারী, গাড়িতে অগ্নিসংযোগকারী, হাতবোমা ও পেট্রোল বোমা নিক্ষেপকারীকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে।’

chardike-ad

তবি কি পুরস্কার দেয়া হবে তা তিনি জানাননি। এরআগে সচিবালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সদস্যরা তার সঙ্গে  সৌজন্য সাক্ষাত করেন।

সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীরা মোবাইল ফোন ছেড়ে টুইটার, ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এমন তথ্য রয়েছে।’