Search
Close this search box.
Search
Close this search box.

মহাকাশে সফলভাবে উপগ্রহ পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া

অনলাইন প্রতিবেদক, ৩০ জানুয়ারী ২০১৩ সিউলঃ

মহাকাশে সফলভাবে উপগ্রহ পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। কোরিয়ার বার্তাসংস্থা ইউনহাপ জানিয়েছে কোরিয়ান সময় বিকেল ৪টায় কোরিয়া স্পেস লঞ্চ ভেহিকল-১ নামের এই উপগ্রহটি পাঠানো হয়। সিউলের ৪৮০ কিলোমিটার দক্ষিণ থেকে উৎক্ষেপন করা এই উপগ্রহ সফলভাবে লক্ষ্যে পাঠানো হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

chardike-ad

দেজনে অবস্থিত কোরিয়ার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য বিখ্যাত বিশ্ববিদ্যালয় কাইস্টের গ্রাউন্ড স্টেশন থেকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রথম যোগাযোগ করার পরই উপগ্রহটি যথাস্থানে আছে কিনা জানা যাবে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

এর আগে ২০০৯ এবং ২০১০ সালে রকেট উৎক্ষেপণ করলেও দুইবারই ব্যর্থ হয় দেশটি। এবারো গত অক্টোবরে এবং নভেম্বরে দুইবার সিডিউল দিলেও বিভিন্ন কারণে পিছিয়ে আজ উৎক্ষেপণ করা হয়।

(বার্তাসংস্থা ইউনহাপ অবলম্বনে)