Search
Close this search box.
Search
Close this search box.

প্রাইম এবং কোরিয়া এক্সচেঞ্জ ব্যাংকের সমঝোতা চুক্তি

keb primeপ্রাইম ব্যাংক লিমিটেড সম্প্রতি দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক কোরিয়া এক্সচেঞ্জ ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ায় বসবাসরত নন-রেসিডেন্ট বাংলাদেশিদের ‘ইজি-ওয়ান’ একাউন্ট রেমিটেন্স এবং বৈদেশিক বাণিজ্যসেবা দেওয়া হবে।

দেশটির রাজধানী সিউলে কোরিয়া এক্সচেঞ্জ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং কোরিয়া এক্সচেঞ্জ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জং ইয়ং পার্ক চুক্তিতে স্বাক্ষর করেন।

chardike-ad

এ সময় প্রাইম ব্যাংকের পক্ষে ইন্টরন্যাশনাল ডিভিশনের এভিপি মামুনুর রশিদ, এভিপি খান মোহাম্মদ আবু মুহিত উপস্থিত ছিলেন।

কোরিয়া এক্সচেঞ্জ ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার কিম গিং ইয়োং, হেড অব টিম জং জিনগুন, চোয়ে সন জোং, সিনিয়র ম্যানেজার জো গিয়ু হিয়ং, ম্যানেজার চোয়ে আরিফ। এছাড়া প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দের মধ্যে ব্যবসায়ী ছোটন আহমেদ এবং এম জামান সজল উপস্থিত ছিলেন।