Search
Close this search box.
Search
Close this search box.

জানুয়ারিতে প্রবাসী আয় ১২৩ কোটি ডলার

bangladesh-bankচলতি বছরের প্রথম মাসে ১২৩ কোটি ৪৭ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা আগের মাস ডিসেম্বর এবং গত বছরের জানুয়ারির চেয়ে সামান্য কম।

গত বছরের জানুয়ারি এবং ডিসেম্বর মাসে যথাক্রমে ১২৬ কোটি এবং ১২৭ কোটি ৫০ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল।

chardike-ad

তবে চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) যে রেমিটেন্স এসেছে তা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে ৮৭২ কোটি ১৯ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে।

এর মধ্যে ডিসেম্বরে ১২৭ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ১১৮ কোটি ৩০ লাখ ডলার এবং অক্টোবরে ১০১ কোটি ৮০ লাখ ডলার দেশে এসেছে।

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৪৯ কোটি ১৪ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল এক মাসের হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ রেমিটেন্স।