Search
Close this search box.
Search
Close this search box.

মাস্টার্স, পিএইচডিতে দক্ষিণ কোরিয়া সরকারের বৃত্তি

kgspকোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং পিএইচডিতে স্কলারশীপ প্রোগ্রামের  কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবছরের মত ২০১৫ সালেও ছাত্ত্রছাত্ত্রীরা দুইভাবে আবেদন করতে পারবেন। সরাসরি বিশ্ববিদ্যালয় এবং ঢাকাস্থ কোরিয়ান  দূতাবাস এই দুই মাধ্যমের যেকোন একটি মাধ্যমে আবেদন করতে পারবেন। দূতাবাসের মাধ্যমে ৫ জন এবং সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদনের মাধ্যমে ৭জন বাংলাদেশী ছাত্রছাত্রী ২০১৫ সালে স্কলারশীপ নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবেদনের শেষ তারিখ ১০ মার্চ। বিস্তারিত জানতে দূতাবাসে ওয়েবসাইট ভিসিট করতে পারেন।

ঢাকাস্থ কোরিয়ান দূতাবাস

chardike-ad

আবেদনের বিস্তারিত জানতে নিচের লিংক থেকে ইংরেজি ফাইল ডাউনলোড করে নিতে পারেন।

মাস্টার্স, পিএইচডিতে কোরিয়ান সরকারের বৃত্তি

 

উল্লেখ্য, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশীপ দিয়ে থাকে কোরিয়ান সরকার। কোরিয়ান সরকারের এই বৃত্তি নিয়ে অনেক বাংলাদেশী ছাত্রছাত্রী কোরিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে।