Search
Close this search box.
Search
Close this search box.

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের ৮ ধাপ উন্নতি

bd-footballসর্বশেষ ফিফা র‍্যাংকিংয়ে ৮ ধাপ উপরে উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে রার্নাস-আপ হওয়ার সুবাদে র‍্যাংকিংয়ে এ উন্নতি হয়েছে লাল-সবুজ বাংলাদেশের। বর্তমানে ১৫৭ নম্বর স্থানে রয়েছে মামুনুল-এমিলিরা।

র‍্যাংকিংয়ে ১৬৫ নম্বর স্থানে থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে নামে বাংলাদেশ। ঐ টুর্নামেন্টের ফাইনালে মালয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরে রার্নাস-আপ হয় বাংলাদেশ।

chardike-ad

সাফ অঞ্চলের মধ্যে বাংলাদেশের সামনে কেবল রয়েছে মালদ্বীপ ও আফগানিস্তান। ১৩৫ নম্বর স্থানে রয়েছে মালদ্বীপ এবং ১৪৪ নম্বর স্থানে রয়েছে আফগানিস্তান। ১৭১ নম্বর র‍্যাংকিংয়ে রয়েছে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। আর ১৭৩ নম্বর স্থানে রয়েছে শ্রীলংকা।

এদিকে, র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা ও কলম্বিয়া।