Search
Close this search box.
Search
Close this search box.

প্রবাসীর বাড়িতে চুরি, ব্রাক অফিসের ফাইল তছনছ

Chorকোটচাঁদপুরে নজরুল নামে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় একই বাড়ির ব্রাক অফিসের ফাইলপত্র তছনছ করে দুর্বৃত্তরা।

শনিবার রাত ২টার দিকে উপজেলার সবদালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

chardike-ad

নজরুলের স্ত্রী ডলি খাতুন বাংলামেইলকে জানান, রাত ২টা দিকে এক দল মুখোশ পরা লোক তাদের ঘরে ঢুকে চেতনানাশক ওষুধ খাইয়ে টাকা ও স্বর্ণালঙ্কারসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

চোরেরা ডলি খাতুন ও তার মেয়ের কয়েক ভরি স্বর্ণালঙ্কার, ১০ হাজার টাকা, ৫-৬টি মোবাইল ফোন, বহনযোগ্য ছোটখাটো আসবাবপত্রসহ প্রায় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সবদালপুর ব্রাক অফিসের কর্মকর্তা সোহাগ বাংলামেইলকে জানান, অফিসের ভেতরে থাকা কয়েকজনকে অজ্ঞান করে কাগজপত্র তছনছ করে দুর্বৃত্তরা। কিন্তু তাদের অফিসে কোনো টাকা পয়সা না পেয়ে কয়েকটি মোবাইল ফোন ও ম্যানেজারের একটি মোটরসাইকেল নিয়ে যায় তারা। তবে সকালে খোঁজাঁখুজি করে কয়েক কিলোমিটার দূরে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন বাংলামেইলকে জানান, এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। খবর বাংলামেইল।