Search
Close this search box.
Search
Close this search box.

‘জানমাল রক্ষায় কাউকে হত্যা করলে অপরাধ হবে না’

policeএবার আইনের নতুন ব্যাখ্যা দিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার চৌধুরী। তিনি এক অনুষ্ঠানে বলেছেন, নিজেদের ও আশেপাশের জানমাল রক্ষা করা সকলের দায়িত্ব। আর জানমাল রক্ষা করার জন্য কাউকে হত্যা করলে তা অপরাধ হবে না।

সোমবার দুপুরে নাটোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয় আহম্মেদপুর মোজাম্মেল হক এম উচ্চ বিদ্যালয়ে।

chardike-ad

তিনি আরও বলেন, পেট্রল বোমা ও ককটেল হামলাকারী বা বহনকারীদের ধরতে পুলিশ পিছপা হবে না। এজন্য তাদের জীবিত বা হত্যা করে হলেও গেফতার করা হবে।

পুলিশের এ ডিআইজি আরো বলেন, গত ৬ জানুয়ারি থেকে দেশে হরতাল অবরোধের বোঝা চাপিয়ে দিলেও জনগণ তা বয়কট করেছেন। এখন সবই চলছে। জনগণ সোচ্চার হচ্ছে। দ-বিধি ৯৬-১০৪ ধারা উল্লেখ করে তিনি বলেন, আপনার ও আপনার আশেপাশের জানমাল রক্ষার্থে কাউকে হত্যা করলে তা অপরাধ হবে না।