Search
Close this search box.
Search
Close this search box.

রাষ্ট্রদ্রোহ মামলায় মান্না গ্রেফতার

Mannaনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর একটি অভিজাত এলাকা থেকে মান্নাকে আটক করে র‌্যাব-১। পরে তার বিরুদ্ধে সেনাবিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে রাত ১২টা ২০ মিনিটে গ্রেফতার দেখানো হয়। রাত ১টার দিকে মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে হস্তান্তর করে গুলশান থানা পুলিশ।

chardike-ad

এ বিষয়ে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, এসআই সোহেল রানা বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন। সেই মামলায় মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার দেখিয়ে ডিবির কাছে হস্তাস্তর করা হয়।

এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে বনানীর নিজ বাসা থেকে সাদা পোশাকধারী ডিবি পরিচয়ে কে বা কারা মান্নাকে ধরে নিয়ে যায়। ।

মান্নার পরিবার দাবি করে, তাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু তখন পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।