Search
Close this search box.
Search
Close this search box.

ইরাকে গতমাসে নিহত ১ হাজার ১০৩

iraq-car-bombগত ফেব্রুয়ারি মাসে ইরাকজুড়ে সহিংসতায় ১১ শতাধিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের অর্ধেকেরও বেশি সাধারণ নাগরিক। আহত হয়েছেন আরো অন্তত ২ হাজার ২৮০ জন।

এক বিবৃতিতে রবিবার এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। ইরাকে জাতিসংঘ মিশনের (ইউএনএএমআই) বরাতে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।

chardike-ad

ইউএনএএমআই জানিয়েছে, ইরাকে গত মাসে ১ হাজার ১০৩ জন নিহত হয়েছেন। নিহতদের ছয় শতাধিকই সাধারণ নাগরিক। বাকিরা দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্য।

খবরে বলা হয়, জাতিসংঘের এই পরিসংখ্যানে ইসলামিক স্টেটের (আইএস) নিহতদের অন্তর্ভুক্ত করা হয়নি।

ইউএনএএমআই-এর দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারিতে ইরাকজুড়ে সহিংসতায় অন্তত ২ হাজার ২৮০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন সাধারণ নাগরিক।

জাতিসংঘের হিসেব মতে, গত মাসে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে বাগদাদ শহরের মানুষ। সেখানে অন্তত ৩২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৮৭৫ জন।

প্রসঙ্গত, এর আগে গত জানুয়ারিতে সহিংসতায় দেশটিতে ১ হাজার ৩৭৫ জন নিহত হয়েছিল।

জাতিসংঘ মিশনের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ইরাকজুড়ে সহিংসতায় অন্তত ১২ হাজার ২৮২ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল আরও অন্তত ২৩ হাজার মানুষ।