যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর প্রেক্ষাপটে উত্তর কোরিয়া সোমবার সাগরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাশাপাশি উত্তর কোরিয়ার পিপলস আর্মি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ বছর যৌথ সামরিক মহড়া চালানো হলে তা কোরীয় উপদ্বীপকে যুদ্ধের কিনারে নিয়ে যাবে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী ন্যাম্পো থেকে দুটি স্কাড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে তা সমুদ্রের পূর্ব উপকূলে নিক্ষেপ করা হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সিওক সাংবাদিকদের বলেন, আমরা যেকোনো ধরণের উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দেবো।
এদিকে জাপান সরকার বলেছে, বিপদজনক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে বিমান ও জাহাজ চলাচলে হুমকি তৈরি করায় আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সোমবার বড় ধরণের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মহড়াটি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি ফোয়াল ইগল যাতে বিমান, স্থল ও নৌবাহিনী অংশ নিচ্ছে। এতে কোরিয়ার দুই লাখ এবং যুক্তরাষ্ট্রের তিন হাজার সাত শ’ সৈন্য অংশ নিয়েছে। এ মহড়া চলবে আট সপ্তাহ ধরে।
অপর মহড়ার নাম কি রিজলভ। এটি মূলত কম্পিউটারভিত্তিক। চলবে সপ্তাহ ধরে। সিউল ও যুক্তরাষ্ট্র যৌথ এ মহড়াকে প্রতিরক্ষামূলক বর্ণনা করলেও পিয়ংইয়ং একে উস্কানিমূলক হিসেবে দেখছে।
