Search
Close this search box.
Search
Close this search box.

ভারতকে হারানো সম্ভব : মাহমুদুল্লাহ

MahMudullah

রুবেল হোসেনের বলে জেমস অ্যান্ডারসন বোল্ড হতেই বিজয় উত্‍সব শুরু হয়ে গেল ওভালে৷

chardike-ad

অধিনায়ক মাশরাফে মোর্তাজা মাথায় বেঁধেছেন জাতীয় পতাকা৷ উন্মাদনায় ভেসে যেতে সারা মাঠ ঘুরছেন সাবিক আল হাসান, সৌম্য সরকাররা৷ এমন ছবি বোধহয় বহু দিন পরে দেখল পদ্মা পারের দেশ৷

বাংলাদেশের হাতেই অঘটন ঘটে গেল সোমবারের অ্যাডিলেড ওভালে৷ ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটের টিকিট জোগাড় করা শুধু নয়, ইওন মর্গ্যানের টিমকে বিশ্বকাপ থেকে ছিটকেও দিল মাশরাফের টিম৷ ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মামুদুল্লাহ আর মুশফিকুরের দুরন্ত সেঞ্চুরি, রুবেলের অসাধারণ বোলিং আমাদের কাজটা অনেক সহজ করে দিল৷ অসাধারণ জয়৷ নিজেকে গর্বিত মনে হচ্ছে৷’

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডের ক্যাপ্টেনের হাল আরও খারাপ৷ হতাশায় ডুবে গিয়ে ইওন মর্গ্যান বলেছেন, ‘অবিশ্বাস্য রকমের খারাপ দিন আমাদের কাছে৷ এমন ঘটবে, ভাবিনি৷’ একই সঙ্গে বলেছেন, ‘খারাপ বোলিং আমরা করিনি৷ কিন্ত্ত ব্যাটটা সে ভাবে করতেই পারিনি৷’ বিশ্বকাপের শুরু থেকে মর্গ্যানকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে৷ এ বার যা আরও জোরাল হবে ধরেই নিচ্ছেন তিনি৷ ৫টা ম্যাচ খেলে মাত্র ১টা জেতা টিমের অধিনায়ক মর্গ্যান আত্মপক্ষ সমর্থনে বলেছেন, ‘কোথায় কোথায় আমার ভুল সে নিয়ে কথা বলতে চাই না৷ টিমে যে বদলগুলো আনা হয়েছে, সেগুলো জরুরি তাই করা হয়েছে৷ টিম হিসেবে আমরা কোনও প্রত্যাশা পূরণ করতে পারলাম না৷’

স্মরণীয় জয় যেমন, তেমনই মনে রাখার মতো ইনিংস মামুদুল্লাহর৷ বিশ্বকাপে যিনি বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করলেন৷ ম্যাচের সেরা মামুদুল্লাহ বলে দিয়েছেন, ‘ব্যাট করার সময় বিশেষ কিছু মাথায় রাখিনি৷ শুধু নিজের স্বাভাবিক খেলাটার উপর নজর দিয়েছিলাম৷’ ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে হারিয়ে ছিল৷ সব ঠিকঠাক চললে এ বার শেষ আটে বাংলাদেশের মুখোমুখি ভারত৷ যা সম্পর্কে মাহমুদুল্লাহের মন্তব্য, ‘এই মুহূর্তে আমরা পরের নিউ জিল্যান্ড ম্যাচ নিয়েই ভাবছি৷ জানি, সে বার ভারতকে আমরা হারিয়ে ছিলাম৷ তখন আমি টিমে ছিলাম না৷ আমরা সবাই ভালো খেললে এ বারও হারানো সম্ভব৷’ সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘এই জয়টা আমাদের কাছে স্মরণীয়৷ যে পরিকল্পনা নিয়ে নেমেছিলাম মাঠে, সেই অনুযায়ী খেলেছি আমরা৷’

ক্রিস ওকসের ক্যাচটা মিস করেছিলেন তামিম ইকবাল৷ ম্যাচটা হারলে ওটাই ম্যাচের টার্নিং হয়ে যেত৷ ইংল্যান্ডকে হারানোর দিনে তামিমের ওই ভুল নিয়ে কে আর ভাবছে!