Search
Close this search box.
Search
Close this search box.

প্রথম দিনেই সৌদিতে শত শত অবৈধ বিদেশি গ্রেপ্তার

saudi-Police-raid

অবৈধ অভিবাসী তাড়াতে এবার মরিয়া হয়ে ওঠেছে সৌদি আরবের পুলিশ। রোববার থেকে শুরু হওয়া দ্বিতীয় দফা অভিযানের প্রথম দিনেই শত শত বিদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

chardike-ad

স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে।

সোমবার দুই মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অবৈধ বিদেশিদের ধরতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান শুরু হয়েছে। অভিযানে নতুন কিছু কৌশল হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, প্রথম দিনে শুধু ইস্টার্ন প্রভিন্স থেকে ৬৫৮ বিদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এই এলাকায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাথ ৪৫ হাজার ২৬৫ জনে। তবে কোনো বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে কিনা তা জানা যায় নি।

এছাড়া জাজানে মোট ৫ হাজার ৪১১ জন, আছিরে ৬৩৩ জন ও বাহায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নতুন এই অভিযানের আওতায় অবৈধ প্রবাসীদের পাশাপাশি এদের থাকতে দেওয়া, ঘুরতে সহায়তা করা, কাজ দেওয়া ইত্যাদি কাজে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

প্রতিবেদনে বলা হয়, অবৈধ প্রবাসীদের শাস্তি হিসেবে বিভিন্ন মেয়াদে জেল অথবা ১ লাখ সৌদি রিয়েল জরিমানা করা হবে। জেল ও জরিমানা শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে।