Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বকাপে ছক্কার রেকর্ড গড়লেন ভিলিয়ার্স

VIlliersবিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। আজ বৃহস্পতিবার ওয়েলিংটনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৯ রানের ইনিংসে ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সব মিলিয়ে চলতি বিশ্বকাপে ২০টি ছক্কা মারেন ওই ডানহাতি ব্যাটসম্যান।

ক্রিকেট মহাযজ্ঞের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হ্যাডিন। ২০০৭ সালের বিশ্বকাপে ১৮টি ছক্কা হাঁকিয়ে ওই রেকর্ড করেন তিনি। ৮ বছর পর হ্যাডিনের রেকর্ড টপকে নতুন রেকর্ড গড়লেন এবি ডি ভিলিয়ার্স।

chardike-ad

ছক্কার রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বকাপে শীর্ষ ১০ রান সংগ্রাহকের তালিকায় প্রবেশ করলেন প্রোটিয়া অধিনায়ক। এ পর্যন্ত বিশ্বকাপে তার মোট সংগ্রহ ১ হাজার ১৪২ রান। তালিকার ৭ম স্থানে রয়েছেন তিনি। বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। ক্রিকেট মহাযজ্ঞে ২ হাজার ২৭৮ রান করেছেন তিনি।