Search
Close this search box.
Search
Close this search box.

টিভিতে রুবেল সর্ম্পকে যা বললেন হ্যাপি

Happy‘তুমি মিথ্যে বলছ কেন, একা কাঁদছো; করে একা তুমি আমায়, ভালো কি তুমি আছো?’ এটি একটি গানের কথা। আর এই গানটি গেয়েছেন আলোচিত চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপি। ১৩ মার্চ রাত ১টা ২০ মিনিটে প্রচারিত ‘সিনে মিউজিক’ অনুষ্ঠানে গানটি গেয়েছেন তিনি। এ সময় তিনি আর ভালবাসার মানুষ রুবেলকে নিয়েও কথা বলেন।

তিনি বলেন, ‘প্রেম বিষয়টা অনেক সুন্দর। বেহেস্ত যেমন পবিত্র তেমনি প্রেমটাও পবিত্র। যদি সেটাকে আমরা খারাপ কিছু না করি। প্রেমটা আসলেই সুন্দর। আমরাই এটাকে খারাপ করি।’

chardike-ad

ভালবাসা নিয়ে স্বপ্ন কী, অনুষ্ঠানের উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে হ্যাপি বলেন, ‘আমি চাই ভালবাসার মানুষটিকে নিয়ে সুন্দর একটা পৃথিবী সাজাতে। সত্যিকারের ভালবাসা একবারই হয়। আর আমার ভালবাসা একবারই হয়েছে। এটা থেকে মনে হয়েছে আর কখনো কাউকে ভালবাসতে পারবো না। কখনও না।’

অনুষ্ঠানটি ২২ মিনিটের স্বল্প সময়ের হওয়ায় হ্যাপির কিছু কথা টেলিভিশনের স্কিনে লিখে দেওয়া হয়েছে। সেগুলো পাঠকদের জন্য দেওয়া হলো।

‘ছোট থেকে স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হব।’

‘ভালোবাসার অনুভূতিটি অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল, জীবনটা নতুন করে কেউ সাজিয়ে দিচ্ছে।’

‘রুবেলের সঙ্গে সবচেয়ে ফানি গল্প হলো, একবার আমার রাগ ভাঙানোর জন্য পাবিলিক প্লেসে সে রিকশা চালিয়েছে।’

‘আমাকে রুবেল বুঝে আর আমাকে অনেক ভালবাসে, এটাই আমি ফিল করি এবং এটাই আমাকে দুর্বল করে ফেলে।’

‘সবচেয়ে আনন্দ পাই ভালবাসার মানুষটি সামনে থাকলে। আর সবচেয়ে কষ্ট পাই যখন আমাকে কেউ ভুল বুঝে।’

‘প্রেম যখন তখন হতে পারে কিন্তু ভালবাসাটা আস্তে আস্তে হয়।’

‘স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে অনেক ফুল দিয়ে সারপ্রাইজ দিতে চাই আর রুবেলকে বলতে চাই ‘উইল ইউ মেরি মি?’ জানি এটা সম্ভব নয় তবুও কল্পনার রাজ্যে সারপ্রাইজ।’

‘আমার স্বপ্ন চলচ্চিত্র পুরস্কার পাব এবং একটা অনাথ আশ্রম বানাব।’

ফৌজিয়া এরিনার উপস্থাপনায় ‘সিনে মিউজিক’ অনুষ্ঠানে অতিথি হয়েছেন চিত্রনায়িকা হ্যাপি। ধারণকৃত এ অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচার করা হয়। অনুষ্ঠানে হ্যাপির প্রেম প্রসঙ্গ ছাড়াও তার অভিনীত সিনেমাসহ ঢালিউডের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ফৌজিয়া। অনুষ্ঠান শেষে হ্যাপি দর্শকদের একটি গানও শোনান।

সম্প্রতি উত্তরায় একটি স্টুডিওতে ধারণকৃত অনুষ্ঠানটি পরিচালনাও করেছেন উপস্থাপিকা এরিনা। পরিকল্পনায় ছিলেন মাকসুমুল আরেফিন।