Search
Close this search box.
Search
Close this search box.

কোয়ার্টার ফাইনালে ক্যারিবীয়রা

Charlesকোয়ার্টার ফাইনালে টিকে থাকতে অবশ্যই জিততে হতো ওয়েস্ট ই্ন্ডিজকে। তাকিয়ে থাকতে হতো পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের ফলের দিকে।

তবে নেপিয়ারে আরব আমিরাতকে ১৭৫ রানে অলআউট করে দেওয়ার পর সমীকরণ দাড়াল- ৩৬ ওভারের মধ্যে জিতলেই কারো অপেক্ষায় থাকতে হবে না, সরাসরিই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত।

chardike-ad

বিশ্বকাপের পুল ‘বি’তে আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আমিরাতের বেধে দেয়া ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারবীয়রা।

এর ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো দু’বারের চ্যাম্পিয়নরা। পাকিস্তান-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত বা টাই না হলেই শেষ আটে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

রবিবার নেপিয়ারে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ১৭৫ রান তুলতেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। মাত্র ২৬ রানে পাঁচ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে আরব আমিরাত। দলীয় ৪৬ রানে তাদের ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে।

এরপর সপ্তম উইকেট জুটিতে ১০৭ রান করে প্রতিরোধের চেষ্টা করে জাভেদ ও নাসির। জাভেদকে ফিরিয়ে আরব আমিরাতের প্রতিরোধ ভাঙেন আন্দ্রে রাসেল। তারপর স্যামুয়লসের শিকারে পরিণত হন নাসির। জাভেদ-নাসিরের বিদায়ের পর বেশিদূর এগোয়নি আরব আমিরাতের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক জেসন হোল্ডার। জেরম টেলর ৩টি ও আন্দ্রে রাসেল নেন ২টি উইকেট।