Search
Close this search box.
Search
Close this search box.

১৩৩ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

srrlanka-s.afrika

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ইমরান তাহির আর ডুমিনির বোলিং তোপে মাত্র ১৩৩ রানে অল আউট হয়েছে গত দুই বারের ফাইনালিস্ট শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে আগের চার ম্যাচের টানা সেঞ্চুরিয়ান সাঙ্গাকারার ব্যাট থেকে।

chardike-ad

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার কুশল পেরেরা আর দিলশানের উইকেট হারিয়ে বিপদে পড়ে লংকানরা। কুশাল পেরেরা ৩ আর দিলশান ০ রান করে আউট হন।

এরপর সাঙ্গাকারাকে সাথে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে তোলেন লাহিরু থিরিমান্নে। ৪১ রান করা থিরিমান্নে আর ৭ রান করা মাহেলা জয়াবর্ধনে দ্রুত আউট হলে আবার বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা।

অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাথে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে বিপদ কাটিয়ে উঠার চেষ্টা করেন সাঙ্গাকারা। কিন্তু মাত্র ৫ ওভারের ব্যবধানে আর ৬ উইকেট হারালে ১৩৩ রানের শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে ইমরান তাহির ৪ আর ডুমিনি নেন ৩ উইকেট।