শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৮ মার্চ ২০১৫, ৭:৫০ অপরাহ্ন
শেয়ার

৯টি কারণে ভারতকে হারাতে পারে বাংলাদেশ


cricket

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশী খেলোয়াড় থেকে নিয়ে ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা মনে করেন ভারতকে হারানো বাংলাদেশের জন্য অসম্ভব কিছু নয়। তাছাড়া ভারতকে হারানোর অতীত অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশ। যে সব কারণে জিততে পারে বাংলাদেশ:

১. বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই বিশ্বকাপে সেরা খেলাটা এখনো খেলেন নি। নিশ্চই ভারতের বিরুদ্ধে তা খেলবেন

২. মাশরাফি সব সময় ভারতের বিরদ্ধে ভয়ঙ্কর বল করেন। ২০০৭ বিশ্বকাপের ক্ষত এখনো লেগে আছে ভারতের গায়ে। ৩৮ রানে চার উইকেট নিয়ে হারিয়েছিলেন তাদের।

৩. ভারতের আরেক আতঙ্ক নতুন তুর্কি দ্রুতগতির বোলার তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে মাত্র ২ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৭টি। গড়ে ৬.১৪ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন

৪. ভারতকে সমানে পেলে তেতে জান তামিম, মুশফিকও (ভারতের বিপক্ষে গড় ৪২)। সেরা ব্যাটিংটা করেন ভারতের বিপক্ষে।

৫. ভারতের বিপক্ষে খেলা ১১টি একদিনের ম্যাচে মাহমুদুল্লার ব্যাটিং গড় ৪৯, যিনি এই মুহুর্তে ফর্মের তুঙ্গে রয়েছেন।

৬. দারুন ফর্মে রয়েছেন স্টাইলিস্ট সৌম্য সরকার, হার্ডহিটার সাব্বির রহমান, স্পিড স্টার রুবেল হোসেন।

৭. ইতোমধ্যে ২০১৫ বিশ্বকাপের টার্গেট অজির্ত হয়েছে। তাই হারানোর কোন বাড়তি চাপ নেই, পুরো টীমে কেবলি পাবার আকাঙ্ক্ষা।

৮. ভারতীয়রা বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে দলের মধ্যে অন্তত ভারতকে হারানোর এটা জেদ তৈরী করে দিয়েছেন।

৯. ২০০৭ সালের বিশ্বকাপ এবং ২০১২ সালের এশিয়াকাপে ভারতেকে হারানোর সুখময় অনুপ্রেরনা।

সুতরাং অপেক্ষা আর দোয়া করতে থাকুন। আরেকটি বিজয় আমাদের হাতছানি দিচ্ছে।