Search
Close this search box.
Search
Close this search box.

আম্পায়ারদের ‘ক্রাইমের’ শিকার বাংলাদেশ

umpireরহিত শর্মার এলবডব্লিউটি নিশ্চিত আউট ছিলো। নিয়ম হলো- বল কতোটুকু লাইনে পড়েছে এবং বলের ইমপ্যাক্ট কী হতো, তা দেখে দেওয়া হয় আউট। মাঠের আম্পায়ার দিলেন নটআউট। পরে রিভিউর আবেদন করলো বাংলাদেশ। দেখা গেলো বল ৫১শতাংশ লাইনে পড়েছে। এসব ক্ষেত্রে আউটই দেওয়া হয়। একবার রিভিউ দেখেই আম্পায়াররা বলে দিলেন নট আউট। এটা তাও মেনে নেওয়া যায়। কিন্তু মাশরাফির বলে রহিত শর্মার ক্যাচ? যেটিকে নো বল ডাকেন ব্রিটিশ আম্পয়া ইয়ান গোল্ড। উচ্চতার নো বললেও, বলটি সে রকম উঁচুতে ছিলো না। ফলে ওই সিদ্ধান্তকে ‘ক্রাইম’ বলা ছাড়া উপায় কী?

ওই দুটো আউট না দেওয়ার কারণেই ভারতের রান ৩০০ ছুঁয়েছে। না হলে আরো অন্তত ৫০ রান আগেই থেমে যেতো ধোনিদের ইনিংস। ফলে ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে যেতো প্রথম ইনিংসের পরই।

chardike-ad