Search
Close this search box.
Search
Close this search box.

হারের পর যা বললেন মাশরাফি

mashrafee

এই মুহূর্তে মাশরাফি বিন মুর্তজার মনটা বোধ হয় মোটেই ভালো নেই। কেননা মাঠে প্রতিপক্ষের পাশাপাশি যে তাদের লড়তে হয়েছে পার্শ্বিক কিছু বিষয়ের সঙ্গেও।

chardike-ad

মাশরাফি বলে কথা। কষ্টটা আড়াল করে নিলেন। মনের কষ্ট মনেই রাখলেন। ক্ষোভ উগড়ে দিতে পারতেন। কিন্তু সেটাও করলেন না। ব্যাপারটা বাস্তব জীবনের সঙ্গে মানিয়ে নিতে চাইলেন টাইগার দলপতি!

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের শুরুটা আর শেষটা কেমন হয়েছে? হাসিমুখে মাঠে নেমেছিলেন মাশরাফি-সাকিবরা। বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে ম্যাচ শেষে তাদের মুখে জুটল মলিন দৃশ্য। এমনটা নাও হতে পারত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। সেটা হলো না আম্পায়ার নামক রক্ষকের জন্য! কেননা এই ম্যাচে আম্পায়ারদের ভূমিকাটা ছিল রক্ষক নয়, ভক্ষকের।

যাই হোক, এসব বিতর্কিত বিষয়গুলো গোটা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে যাবে। আর সেজন্যই হয়তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওসব আড়াল করতে চাইলেন মাশরাফি।

তিনি বলেন, ‘টসে জিতলে প্রথমে ব্যাট করতাম। কিন্তু সেটা হয়নি। রুবেল-সাকিব ভালো বোলিং করেছে। মেলবোর্নে ৩০০ রান তাড়া করা আসলেই কঠিন ছিল। ২৮০-এর মধ্যে ভারতকে আটকে রাখতে পারলে ভালো হতো। আজকের দিন বাদ দিলে বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’

দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে মাশরাফি বলেন, ‘আমাদের দলের অনেক খেলোয়াড়ই তরুণ। তাদের ক্যারিয়ার শুরু হয়েছে মাত্র। তারপরও বিশ্বকাপের মতো বড় আসরে তারা যে পারফরম্যান্স করেছে, তা নিয়ে তাদের সন্তুষ্ট থাকা উচিত। আশা করি, ভক্তরাও এতে খুশি হবেন।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, ‘এবারই প্রথম কোয়ার্টার ফাইনালে খেলেছি। এর আগে এই পর্বের খেলার অভিজ্ঞতা ছিল না। হেরে যাওয়ায় আমাদের বিদায় নিতে হয়েছে। তবে আমরা যেভাবে খেলেছি সেটা যথেষ্ট ইতিবাচক। এই বিশ্বকাপটা আমাদের জন্য দারুণ ছিল। প্রত্যেকটি ম্যাচেই আমরা সমর্থকদের পাশে পেয়েছি। তাদের ধন্যবাদ জানাচ্ছি।’