শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২১ মার্চ ২০১৫, ১:০১ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের সমর্থণে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড


zimbabweবাংলাদেশকে সমর্থন করলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আজ জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজে বাংলাদেশের সমর্থনে একটি পোস্ট দেয়া হয়।

পোস্টটিতে বলা হয়, যদিও ম্যাচটি উত্তেজনাপুর্ন ছিল কিন্তু এটাকে পাতানো বলে মনে হয়েছে। জিম্বাবুয়ের সাথেও বার বার প্রতারনা করা হয়েছে যা দিনের আলোর মতই পরিষ্কার।

ভারত বাংলাদেশ ম্যাচটি পুর্ব পরিকল্পিত ছিল অভিযোক তুলে আই সি সি’র সভাপতি মোস্তফা কামাল  তার পদ থেকে সরে দাড়ানোর হুমকি দেন বলেও পোষ্টটিতে উল্লেখ করা হয়।

ক্রিকেট ধ্বংসের দিকে যাচ্ছে বলেও পোষ্টতে অভিযোগ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

লিঙ্কঃ https://www.facebook.com/CricZim/posts/1196636943752248