Search
Close this search box.
Search
Close this search box.

ব্রাজিলকে স্পর্শ করল অস্ট্রেলিয়া

brasil-ausমেলবোর্নে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। নিজেদের দেশে কাপ জিতল তাঁরা।

বিশ্বকাপের সব খবর এবার বিশ্বকাপ জিতে পাঁচবার ট্রফি জেতার রেকর্ড স্পর্শ করল মাইকেল ক্লার্কের দল। একইসঙ্গে স্পর্শ করল ফুটবলে ব্রাজিলের করা বিশ্বরেকর্ড। ফুটবলে মোট ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে হলুদ-সবুজ জার্সির ব্রাজিল। একই রঙের জার্সিধারী অস্ট্রেলিয়াও এবার জিতে সেই এলিট ক্লাবে নাম লেখালো।

chardike-ad

১৯৭৫ থেকে শুরু করে এবার ২০১৫-র ফাইনাল মিলিয়ে ৭ বার বিশ্বকাপ ফাইনালে উঠে ৫ বার জিতল অস্ট্রেলিয়া। এতবার ফাইনালে ওঠা বা জেতার রেকর্ড আর কোনও দলের নেই। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এছাড়াও ১৯৭৫ ও ১৯৯৬ সালে রানার্স আপ হয় অজিবাহিনী।

অন্যদিকে ফুটবলে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। রানার্স হয় ১৯৫০ ও ১৯৯৮ সালে। ফলে সবমিলিয়ে সেই সবুজ-হলুদ জার্সির দাপটই বজায় রইল ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে।