Search
Close this search box.
Search
Close this search box.

১০ দলের সিদ্ধান্তে অনড় শ্রীনিবাসন

icc-president২০১৯ বিশ্বকাপ হবে ১০ দলে৷ এ বিষয়ে নিজের সিদ্ধান্ত পাল্টাতে চান না আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন৷ অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশ এবিষয়ে আরও খানিকটা ভাবনা চিন্তা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চায়৷ কিন্তু শ্রীনি নিজের মতামতে অটল৷ তিনি জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডে আগামী বিশ্বকাপে ১০ টি দলই অংশ নেবে৷ বিশ্বের সেরা ৮টি দল সরাসরি কোয়ালিফাই করবে৷ছ’টি দলের কোয়ালিফাইং রাউন্ডের মাধ্যমে নবম ও দশম দল দু’টি বেছে নেওয়া হবে৷ এতে বিশ্ব ক্রিকেটের গুণগত মানের উন্নতি হবে বলে মনে করছেন শ্রীনি৷

বিশ্বকাপে আরও বেশি দলের অন্তর্ভূক্তির কথা বলেছিলেন শচিন টেন্ডুলকার৷ ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর পক্ষে কথা বলেছিলেন মাস্টার ব্লাস্টার৷ কিন্তু কোনও কথাই কানে নিচ্ছেন না বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি৷ আইসিসি-র এমন সিদ্ধান্তে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে৷ বিশ্বকাপকে ১৪ দল থেকে ১০ দলে করার এই সিদ্ধান্ত এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার৷

chardike-ad