Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে ১৭ এপ্রিল

cricketআগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।

ওয়ানডে সিরিজ দিয়ে দুই দলের ক্রিকেট যুদ্ধ শুরু হবে। ঢাকা পৌঁছানোর পর ১৭ এপ্রিল দুই দল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে। ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

chardike-ad

পরের দুটি ওয়ানডে হবে একই স্টেডিয়ামে, ১৯ ও ২২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৪ এপ্রিল মিরপুরে।

২৫ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল যাবে খুলনায়। ২৬ ও ২৭ এপ্রিল অনুশীলন শেষে ২৮ এপ্রিল প্রথম টেস্ট শুরু হবে। ২ মে খুলনা টেস্ট শেষ করে পরদিন ঢাকায় ফেরার কথা দুই দলের। সিরিজের শেষ টেস্ট ম্যাচ হবে মিরপুরে ৬ মে।

প্রসঙ্গত, ২০১১ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসছে পাকিস্তান। তবে এর মাঝে ২০১২ ও ২০১৪ সালে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ঢাকায় এসেছিল পাকিস্তান।