মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৭ ফেব্রুয়ারী ২০১৩, ১:১১ অপরাহ্ন
শেয়ার

পৃথিবীর বৃহত্তম সবুজ দেওয়াল সিউল সিটি হলের


অনলাইন প্রতিবেদক, সিউল, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩:


সিউল সিটি হলের সবুজ দেওয়াল এখন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে। গতকাল সিউল সিটি কর্তৃপক্ষ থেকে এই তথ্য জানানো  হয়। সম্প্রতি সিউল সিটি কর্পোরেশন পরিবেশ-বান্ধব সাত তলা নতুন ভবন তৈরি করেছে যার দেওয়ালকে বাগানের মত করে সাজানো হয়েছে। প্রত্যেক ফ্লোরেই বিভিন্ন রকমের প্রায় ৭০ হাজার গাছের চারা লাগিয়েছে বলে জানিয়েছে সিউল সিটি কর্তৃপক্ষ। যার স্বীকৃতি হিসেবে গিনেজ রেকর্ড বুক সিউল সিটি হলের এই ভবনকে পৃথিবীর বৃহত্তম সবুজ দেওয়াল (Green Wall) হিসেবে ঘোষণা দিয়েছে।

(ইউনহাপ অবলম্বনে)