Search
Close this search box.
Search
Close this search box.

ফিফা বিশ্বকাপ বাছাই : কঠিন গ্রুপে বাংলাদেশ

FIFAমালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০১৮ বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশকে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও তাজিকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে।

মঙ্গলবার ড্র অনুষ্ঠানে এশিয়ার ৪০টি দেশকে আটটি ভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর পাঁচ প্রতিপক্ষ হলো- অস্ট্রেলিয়া, তাজিকিস্তান. কিরগিকিস্তান ও জর্দান।

chardike-ad

নিয়ম অনুযায়ী, আট গ্রুপের শীর্ষ আট দল ও শীর্ষ চার রানার্সআপ দল আগামী রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করবে। পাশাপাশি এই ১২ দল আগামী ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

গ্রুপ এ: সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিলিস্তিন, পূর্ব তিমুর ও মালয়েশিয়া।

গ্রুপ বি: বাংলাদেশ, অস্ট্রেলিয়া, তাজিকিস্তান, কিরঘিজস্তান ও জর্দান।

গ্রুপ সি: চীন, কাতার, মালদ্বীপ, ভুটান ও হংকং।

গ্রুপ ডি: ইরান, ওমান, ভারত, তুর্কমেনিস্তান ও গুয়াম।

গ্রুপ ই: জাপান, সিরিয়া, আফগানিস্তান, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।

গ্রুপ এফ: ইরাক, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপে।

গ্রুপ জি: দক্ষিণ কোরিয়া, কুয়েত, লেবানন, মায়ানমার ও লাওস

গ্রুপ এইচ: উজবেকিস্তান, বাহরাইন, ফিলিপাইন, উত্তর কোরিয়া ও ইয়েমেন।