Search
Close this search box.
Search
Close this search box.

ইউটিউবে যুক্ত হলো নতুন ১৫টি ভাষা

youtube-logoজনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব ১৫টি নতুন ভাষা যোগ করেছে। এ নিয়ে ইউটিউব সমর্থন করে এমন ভাষার সংখ্যা দাঁড়ালো ৭৬টিতে। খবর এনডিটিভি।

ইউটিউব বর্তমানে শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের মালিকানাধীন। গ্রাহকের সঙ্গে দূরত্ব কমাতে ধারাবাহিকভাবে নতুন নতুন ভাষায় সেবা দিতে কাজ করছে ভিডিও শেয়ারিং ওয়েবসটটি। নতুন ১৫টি ভাষা যোগ করায় ইন্টারনেট ব্যবহারকারীর ৯৫ শতাংশই নিজ ভাষায় সেবাটি ব্যবহারের সুবিধা পাবেন। নতুন যোগ করা ভাষাগুলোর মধ্যে রয়েছে বার্মিজ, নেপালি, পাঞ্জাবি, আযারবায়কান, আর্মেনিয়ান, জর্জিয়ান, কাজাখ, খেমার, কিরঘিজ, লাও, ম্যাসিডোনিয়া, মঙ্গোলিয়ান, সিনহালা, আলবেনিয়ান এবং উজবেক। সম্প্রতি যোগ করা ভাষাগুলো শুধু ইউটিউবের ওয়েব সংস্করণ সমর্থন করবে। ইউটিউবের পাশাপাশি গুগলের অন্যান্য পরিসেবায় নতুন ভাষাগুলি সমর্থন করবে না।

chardike-ad

গত সপ্তাহে মাসিক নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের মাধ্যমে নতুন ভিডিও সেবার পরিকল্পনার কথা জানায় গুগল। প্রতিষ্ঠানটির এ সেবা হবে বিজ্ঞাপনমুক্ত। এরই মধ্যে গুজব ছড়িয়েছে ভিডিও শেয়ারিং সাইটটির বিজ্ঞাপনমুক্ত সেবাটির জন্য মাসিক ১০ ডলার পরিশোধ করতে হবে গ্রাহকদের। এছাড়া নতুন সেবাটি শুধু বিজ্ঞাপনমুক্তই নয়, এমনকি অফলাইনে থেকেও সংশ্লিষ্ট সেবা ব্যবহার করতে পারবেন এর পেইড গ্রাহক।