Search
Close this search box.
Search
Close this search box.

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের সকাল- সন্ধ্যা হরতাল শুরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে সশস্ত্র হামলার প্রতিবাদে আজ ঢাকা ও চট্টগ্রাম সিটি আওতামুক্ত রেখে সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে এ হরতাল কর্মসূচি শুরু হয়।1423369068

chardike-ad

সোমবার  বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবথি আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন খালেদা জিয়া। তার গাড়ি বহর রাজধানীর কারওয়ান বাজারে পৌঁছালে সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করে বিএনপি।

এ সময় চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) ৩ সদস্যসহ আরও কয়েকজন আহত হন। পরে তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

এর পর সন্ধ্যায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও বুধবার সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম হরতালের আওতামুক্ত থাকবে।

খালেদা জিয়া আজ কয়েকদিন ধরে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস ও তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।