Search
Close this search box.
Search
Close this search box.

চীনেও স্মার্টফোন বিক্রিতে শীর্ষে স্যামসাং

অনলাইন প্রতিবেদক, ১১ মার্চ ২০১৩, সিউলঃ

বিশ্বের বৃহত্তম স্মার্টফোনের বাজার চীনেও শীর্ষস্থান দখল করল কোরিয়ান জায়ান্ট স্যামসাং। ২০১২ সালে স্যামসাং চীনে ৩০.০৬ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করে যা পুরো বাজারের ১৭.৭ শতাংশ। ২০০৯ সাল থেকে স্যামসাং চীনে স্মার্টফোন বিক্রি শুরু করার পর এবারই প্রথমবারের মত শীর্ষস্থান দখল করল।

chardike-ad
২০১১ সালে চীনে স্যামসাং ১০.৯০ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছিল। চায়নিজ ব্রান্ড লেনুভু ১৩.২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে স্মার্টফোন বিক্রিতে দ্বিতীয় স্থানে রয়েছে। আগের বছরে তাদের মার্কেট শেয়ার ছিল মাত্র ৪ শতাংশ। অন্যদিকে নকিয়া আগের বছরের শীর্ষস্থান থেকে ছিটকে সাত নাম্বারে অবস্থান করছে। স্যামসাং এবং লেনুভুর পরে ১১ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় অবস্থানে আছে স্টিভ জবসের অ্যাপল।