শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৮ এপ্রিল ২০১৫, ৭:১২ পূর্বাহ্ন
শেয়ার

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ বাংলাদেশি ৩ তরুণী


lost-nepalনেপালে বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশের তিন তরুণী- নোভা, রাইসা ও আলিফা। শনিবারের ভূমিকম্পের বিপর্যয়ের পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তারা।

নিখোঁজ রাইসার ভাই আহমেদ সাদমান ফেসবুকে জানিয়েছেন সর্বশেষ ভূমিকম্পের দিন তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। এর পর থেকে তাদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ।

এই তিন বান্ধবী নেপালের ‘দ্য লাস্ট রিসোর্ট’ নামক একটি রিসোর্টে উঠেছিলেন।

কেউ এই তিনজনের কোন খোঁজ জানলে তাকে জানানোর আহবান জানিয়েছেন আহমেদ সাদমান।

তার মেইল ahmedshadmann@gmail.com এবং মোবাইল নম্বর +1(617)999-2720.