sentbe-top

আমি হিন্দু, আমিই মুসলমান : সালমান খান

salman

বর্ণবাদের প্রশ্নে নিজেকে হিন্দু ও মুসলিম- উভয় ধর্মের মানুষ বলেই মন্তব্য করলেন বলিউড তারকা সালমান খান। বুধবার আদালতের এক প্রশ্নের জবাবে এই উত্তর দেন বি-টাউনের বিগ তারকা।

একটি অস্ত্র মামলার শুনানীতে বুধবার যোধপুর আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন সালমান। এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুপমা বিজলানি আদালতের নিয়মানুসারে অপরাধী এ নায়কের নাম পরিচয় জানতে চান। বর্ণ কি জানতে চাইলে তিনি বিভ্রান্তিতে পড়ে যান। বেশ কিছুক্ষণ কিংকর্তব্যবিমূড় হয়ে দাঁড়িয়ে থেকে কৌশলে উত্তর দেন ‘আমি হিন্দু ও মুসলিম দুইটাই’।

এসময় আদালত তার কাছে এ উত্তরের ব্যাখ্যা জানতে চাইলে সালমান বলেন, ‘আমার বাবা মুসলমান আর গর্ভধারিণী মা একজন হিন্দু।’

sentbe-top