Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে নেপালের জন্য ১ কোটি ডলার সহায়তা

facebookসময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে নেপালে নিহতের সংখ্যা। যারা বেঁচে আছে তারাও ভুগছে খাদ্য, চিকিৎসা, আবাসন সঙ্কটে। এদের সহায়তায় বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে আসছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যাবহারকারীরাও।

দেশটিতে ৮১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে দুর্গতদের সহায়তায় মাত্র ২ দিনে ১ কোটি মার্কিন ডলার সাহায্য তুলেছে ফেসবুক ব্যবহারকারীরা।

chardike-ad

বৃহস্পতিবার বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকাজে সহায়তায় ফেসবুক নিজেও অতিরিক্ত ২ মিলিয়ন সহায়তা করবে। সামাজিক এ মাধ্যমটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বিষয়টি নিশ্চিত করেছেন।

নেপালে ভূমিকম্পের পরপরই দুর্গতদের সহায়তায় ফেসবুক ব্যবহারকারীদের উৎসাহিত করে মাধ্যমটিতে একটি মেসেজ দেওয়া হয়।

প্রধান নির্বাহী তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, ফেসবুক নিউজ ফিডের সব ওপরে মেসেজটি দেখার পর ভূমিকম্প কবলিতদের সহায়তা দান করেছে ৫ লাখেরও বেশি ব্যবহারকারী।

জাকারবার্গ তার পোস্টে লেখেন, জনগণের দুসময়ে সহায়তা করতে ফেসবুক সম্প্রদায়ের এগিয়ে আসার বিষয়টি উৎসাহমূলক।নেপালে ভূমিকম্পে দুর্গতদের সহায়তা করতে পেরে আমরা কৃতজ্ঞ।

প্রসঙ্গত, নেপালে গত শনিবার রিকটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হানে।এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।তবে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।