Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত : রাষ্ট্রদূতসহ নিহত ৬

Helicoptersপাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ রাষ্ট্রদূতসহ ৬ জন নিহত হয়েছে। নিহত দুই রাষ্ট্রদূত হলেন নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূত। শুক্রবার দুপুরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহত অপর চার জনের মধ্যে দু`জন হলেন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী এবং দুজন পাকিস্তানি পাইলট।

পাকিস্তানে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত মারসেল ডি ভিঙ্ক, পোলিশ রাষ্ট্রদূত আনড্রজেজ আনানিক্‌জ এই দুর্ঘটনায় আহত হয়েছেন।

chardike-ad

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসিম বাজওয়া প্রাথমিক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত এমআই-১৭ হেলিকপ্টারে মোট ১৭ আরোহী ছিলেন। এর মধ্যে কয়েকটি দেশের রাষ্ট্রদূতসহ ১১ জন বিদেশি নাগরিক ছিলেন।

আহত ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি।

হিমালয়, কারাকোরাম ও হিন্দু কুশ পর্বত রেঞ্জে অবস্থিত গিলগিত-বালতিস্তান অঞ্চলে ইসলামাদ থেকে ৩০০ কিলোমিটার দূরের ওই এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এটি একটি দুর্গম এলাকা। ওই অঞ্চলে ৭ হাজার পর্বতশৃঙ্গ আছে, যেগুলোর গড় উচ্চতা ৭ হাজার মিটারের বেশি।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হেলিকপ্টার দেখে মনে হচ্ছিল, সেটি কারিগরি কোনো ত্রুটিতে পড়েছিল।

তবে প্রকৃতপক্ষে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।