বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১০ মে ২০১৫, ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার

সৌদিতে ২৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার


soudi

অবৈধদের ধরতে সৌদিতে চলছে ধরপাকড় অভিযান- ছবি আরব নিউজ।

গত ছয় মাসে অভিযান চালিয়ে শুধু মদিনা এলাকা থেকে ২৫ হাজার ২২৭ জন অবৈধ শ্রমিককে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। অবৈধ শ্রমিকদের ধরপাকড় অভিযানের আওতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মদিনা পুলিশ জানিয়েছে, সরকারি বিভিন্ন এজেন্সির সহায়তায় এ অভিযান চালানো হয়।

এক খবরে রোববার দেশটির প্রভাবশালী পত্রিকা আরব নিউজ জানায়, যেসব শ্রমিককের গ্রেপ্তার করা হয়েছে; তাদের অনেকেই সৌদির আবাসন ও শ্রম আইন ভেঙ্গেছেন। আবার অনেকেই তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করছিলেন।

এছাড়া এদের কারো কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা প্রতিবেদনে জানানো হয়নি।